স্যামসাংয়ের ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা।

অনেকে ক্যামেরা ফিচার দেখেই স্মার্টফোন কিনেন । তাদের জন্য সুখবর আনলো স্যামসাং । স্মার্টফোনের জন্য ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে স্মার্টফোন কোম্পানি স্যামসাং। প্রতিষ্ঠান শাওমির সঙ্গে মিলে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স নামের সেন্সরটি নকশা করেছে স্যামসাং। শাওমি কয়েকদিন আগেই জানিয়েছে এ বছরের শেষের দিকেই ১০০ মেগাপিক্সেলের স্মার্টফোন লঞ্চ করবে।  তবে কি মাসে এই স্মার্টফোনটি লঞ্চ করবে এখনো শাওমি ও জানায়নি স্যামসাং জানায়নি তবে দেখা যাক এ বছরের শেষেই এই স্মার্টফোন দুইটিতে চমক আসতে পারে।  এদিকে স্যামসাং জানিয়েছে শাওমির ১০০ মেগাপিক্সেলের ক্যামেরার চেয়ে আরো ৫০ শতাংশের বেশি পিক্সেল যোগ করা হয়েছে নতুন স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল সেন্সরে। স্যামসাংয়ের দাবি এবারই প্রথম স্মার্টফোনের ক্যামেরায় ১০ কোটি পিক্সেলেরর মাইলস্টোন পার হয়েছে। কোন ফোনে  স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে সেটাই এখনো জানায়নি স্যামসাং বা শাওমি।  তবে সেন্সরটি ১/১.৩৩ ইঞ্চি আকার বর্তমান ১ ইঞ্চি সেন্সরগুলোর চেয়েও বড় হওয়ায় এটি সব স্মার্টফোনে বসানো যাবে না বলেও ধারণা করা হচ্ছে। এখন শুয়ে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করার পালা মোবাইলপ্রেমীদের।

No comments

Powered by Blogger.