সবচেয়ে কম মূল্যের আইফোন আইফোন এসই
নতুন আইফোন বাজারে নিয়ে এলো অ্যাপল। এটি হলো আইফোন এসই-এর নতুন সংস্করণ। নতুন আইফোনের মডেলের নামটিও তাই আগেরটিই- আইফোন এসই।
তিনটি ভিন্ন রঙ ও কনফিগারেশনে আইফোনের নতুন মডেলটি পাওয়া যাবে এবং এর দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে। ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসবে, আপাতত তা বলা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজারে ফোনটি পাওয়া যাবে এপ্রিলের ২৪ তারিখ থেকে। গত কয়েক মাস ধরেই নতুন আইফোন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিলো। নতুন আইফোনটি আইফোন নাইন হতে পারে বলে মনে করছিলেন বাজার বিশ্লেষকরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে ‘কম মূল্যের’ আইফোন হিসেবে আইফোন এসই-এর নতুন সংস্করণ নিয়ে এলো অ্যাপল।
আইফোন এসই-এর নতুন সংস্করণটিতে মূলত আইফোন এলিভেনের মৌলিক কনফিগারেশনটাই রাখা হয়েছে বলে জানাচ্ছে বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট। এটির ক্রয়াদেশ দেওয়া যাবে ১৭ এপ্রিল থেকে।
আইফোন এসই-এর নতুন সংস্করণটিতে মূলত আইফোন এলিভেনের মৌলিক কনফিগারেশনটাই রাখা হয়েছে বলে জানাচ্ছে বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট। এটির ক্রয়াদেশ দেওয়া যাবে ১৭ এপ্রিল থেকে।
আইফোন এসই দাম
৬৪ জিবি দাম পড়বে ৩৯৯ ডলার,১২৮ জিবির দাম ৪৪৯ ডলার ও ২৫৬ জিবির দাম পড়বে ৫৪৯ ডলার করে।
ডিসপ্লে
ট্রু টোন আইপিএস ডিসপ্লে যার আকৃতি হলো ৪.৭ ইঞ্চি এবং রেজুলেশন ৭২০ বাই ১৩৩৪, ৩২৬পিপিআই
মেমরি
৩ জিবি ৬৪ জিবি, ৩ জিবি ১২৮জিবি, ৩ জিবি ২৫৬ জিবি,
মেমরি
৩ জিবি ৬৪ জিবি, ৩ জিবি ১২৮জিবি, ৩ জিবি ২৫৬ জিবি,
চিপসেট
ফোনের ভিতরে থাকছ অ্যাপল এ-থার্টিন বায়োনিক প্রসেসর, (7 এনএম +)
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আইওএস 13
ব্যাটারি
ফোনের ভিতরে নন রিমুভেবল লি-অয়ন একটি ১৮২১ ব্যাটারি থাকছে (6.96 ) , সাথে থাকছে ১৮ W ফাস্ট চার্জ সাপোর্ট ৫০% চার্জ হবে ৩০ মিনিটে।
ক্যামেরা
আইফোন এসই ফোনের পিছনে থাকছে সিঙ্গেল ক্যামেরা ১২ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্ট এইচডিআর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। সেলফি ক্যামেরার জন্য সামনে থাকছে ৭ মেগাপিক্সেল ক্যামেরা
সিকিউরিটি
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,
রং
ব্যাটারি
ফোনের ভিতরে নন রিমুভেবল লি-অয়ন একটি ১৮২১ ব্যাটারি থাকছে (6.96 ) , সাথে থাকছে ১৮ W ফাস্ট চার্জ সাপোর্ট ৫০% চার্জ হবে ৩০ মিনিটে।
ক্যামেরা
আইফোন এসই ফোনের পিছনে থাকছে সিঙ্গেল ক্যামেরা ১২ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্ট এইচডিআর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। সেলফি ক্যামেরার জন্য সামনে থাকছে ৭ মেগাপিক্সেল ক্যামেরা
সিকিউরিটি
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,
রং
সাদা, কালো ও লাল।
No comments