লঞ্চ হল বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন


অবশেষে লঞ্চ হলো  বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন এমআই মিক্স আলফা। মঙ্গলবার লঞ্চ করেছে শাওমি। আপাতত শুধু চীনে এই ফোনটি লঞ্চ হয়েছে। স্যামসাং ও হুয়াওয়ে যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরি করতে ব্যস্ত তখন স্মার্টফোন ডিসপ্লের নতুন সংজ্ঞা তৈরি করলো সাওমি। এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এর ফলে এমআই ম্যাক্স আলফা এর ডিসপ্লের পাশে বেজেল থাকছে না।
দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও এমআই ম্যাক্স আলফা ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি স্যামসাং এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন ক্যামেরা সেন্সর তৈরি করেছিলো বেজিং এর কোম্পানিটি। এমআই ম্যাক্স আলফা তৈরির জন্য টাইটেনিয়াম অ্যালয়, সেরামিক আর সাফায়ার ব্যবহার হয়েছে।

 এমআই মিক্স আলফা দাম


 শীঘ্রই বাণিজ্যিকভাবে এমআই মিক্স আলফা তৈরি শুরু করবে শাওমি। ডিসেম্বর মাসের শেষে কিছু সংখ্যাক এমআই মিক্স আলফা স্মার্টফোন বিক্রি শুরু করবে শাওমি। চীনে এই ফোনের দাম ১৯৯৯৯ ইউয়ান বাংলাদেশের টাকা প্রায় ২ লক্ষ টাকা। চীনের বিভিন্ন স্টোরে শাওমি এমআই মিক্স আলফা রাখা থাকবে সেখানে গিয়ে গ্রাহকরা দেখে আসতে পারবেন স্মার্ট ফোনটি কেমন।


      এমআই ম্যাক্স আলফা স্পেসিফিকেশন

এমআই ম্যাক্স আলফা ফোনে কোম্পানির এমআইইউআই আলফা স্কিন চলবে।

 ডিসপ্লে  
এই ফোন একটি 7.2 ইঞ্চি  ফ্লেক্সিবেল সুপার অ্যামোলেড  ডিসপ্লে থাকবে। যার রেজুলেশন ২০৮৮ বাই ২২৫০ পিক্সেল ৩৮৮ পিপিআই।

 চিপসেট 
ফোনের ভিতরে থাকছ কোয়ালকম স্নাপড্রাগণ  ৮৫৫+ চিপসেট।

 অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০ আরও থাকছে কোম্পানির এমআইইউআই ১১। 

 রেম  এবংস্টোরেজ ১২ জিবি রেম এবং ৫১২ জিবি  স্টোরেজ থাকছে।

 ব্যাটারি 
ফোনের ভিতরে একটি  ৪০৫০ mAh নন রিমুভেবল ব্যাটারি থাকছে, সাথে থাকছে ৪০W ফাস্ট চার্জ সাপোর্ট। 

 ক্যামেরা
 এমআই ম্যাক্স আলফা ফোনের পিছনে থাকছে   ট্রিপল ক্যামেরা। একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি ২০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ১২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই ফোন দিয়ে ছবি তুললে যার রেজুলেশন হবে ১২০৩২ বাই ৯০২৪ পিক্সেল। ফোনটির ফন্ট ক্যামেরা হিসেবে পিছনের ব্যাক ক্যামেরা ব্যববহার রতে পারবে সেলফি তোলার জন্য। ছবি হবে আরো সুন্দর এই স্মার্টফোনে।  

বিস্তারিত জানতে  নিচের লিঙ্কে ক্লিক করুন।  বিস্তারিত জানুন


No comments

Powered by Blogger.