মিড বাজেটের অসাধারণ এক ফোন নিয়ে হাজির হল ভিভো
দক্ষিণ এশিয়ার বাজার ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। যে কারণে তারা একের পর এক নতুন বাজেট ফোন বাজারে ছাড়ছে। তারই প্রেক্ষিতে এই বাজেট ফোন নিয়ে হাজির হলো ভিভো। মঙ্গলবার প্রকাশ্যে আসছে ভিভোর নতুন স্মার্টফোন U10। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা, স্মার্টফোনের বাজারে নিজেদের এগিয়ে রাখতে কোনও প্রচেষ্টাই বাকি রাখেনি ভিভো। সেইসাথে দামও নাগালের মধ্যেই।
বিস্তারিত জানতে ভিডিও দেখুন
ফোনের স্পেশিফিকেশন
ডিসপ্লে
সুপার এমোলেড ৬.35 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। রেজুলেশন ৭২০x ১৫৪৪ পিক্সেল ( ২৬৮ পিপিআই ডেনসিটি) এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটায় বেশি। থাকছে ডিউ ড্রপ নচ।
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে।
চিপসেট
কোয়ালকম স্নাপড্রাগণ ৬৬৫ চিপসেট থাকছে
মেমোরি
ফোনটিতে ৩ জিবি ৩২ জিবি এবং ৪ জিবি ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে Vivo U10।
ক্যামেরা
ফোনটি ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির ক্যামেরার জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা
সিকিউরিটি
ফেস আনলক, এবং ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ব্যাটারি
৫,০০০ mAh ব্যাটারি থাকছে Vivo U10-এ। মিলবে ১৮w ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
ফোনের দাম
বিস্তারিত জানতে ভিডিও দেখুন
ফোনের স্পেশিফিকেশন
ডিসপ্লে
সুপার এমোলেড ৬.35 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। রেজুলেশন ৭২০x ১৫৪৪ পিক্সেল ( ২৬৮ পিপিআই ডেনসিটি) এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটায় বেশি। থাকছে ডিউ ড্রপ নচ।
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে।
চিপসেট
কোয়ালকম স্নাপড্রাগণ ৬৬৫ চিপসেট থাকছে
মেমোরি
ফোনটিতে ৩ জিবি ৩২ জিবি এবং ৪ জিবি ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে Vivo U10।
ক্যামেরা
ফোনটি ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির ক্যামেরার জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা
সিকিউরিটি
ফেস আনলক, এবং ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ব্যাটারি
৫,০০০ mAh ব্যাটারি থাকছে Vivo U10-এ। মিলবে ১৮w ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
ফোনের দাম
চীনের বাজারে ফোনটির দাম সাড়ে ৯ হাজার টাকা। বাংলাদেশের বাজারে ফোনটি পাওয়া যাবে ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
No comments