64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মন কাড়ার মত ফিচার নিয়ে হাজির এলো স্যামসাং গ্যালাক্সি Galaxy A70s

মোবাইলপ্রেমীদের জন্য একের পর এক নতুন স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে দেশি-বিদেশি কোম্পানিগুলো। সেই দৌড়ে পিছিয়ে নেই স্যামসাংও। শুক্রবারই ভারতের বাজারে Galaxy A70s মডেল আনলো দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। যার ফিচার আপনার মন কাড়বেই। এই মডেলের সব থেকে আকর্ষণীয় বিষয় হল এর ক্যামেরা। এটি স্যামসাং এর প্রথম স্মার্টফোন যার পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়েলমি এক্সটি এবং রেডমি নোট ৮ প্রো এই দুইটা ফোনের পিছনেও রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে  এই ফোনটি আনলো স্যামসাং। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে A সিরিজের এই ফোনের ক্যামেরায় সব ধরনের আলোয় দুর্দান্ত  ছবি তোলা ও ভিডিও করা যাবে।

            ফোনের স্পেশিফিকেশন

ডিসপ্লে
 সুপার এমোলেড ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল ( ৩৯৩ পিপিআই ডেনসিটি)


অপারেটিং সিস্টেম
 অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে।

চিপসেট
কোয়ালকম স্নাপড্রাগণ ৬৬৫ চিপসেট থাকছে

মেমরি
ফোনটিতে ৬ জিবি ১২৮ জিবি এবং ৮ জিবি ১২৮ ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে samsung Galaxy A70s

ক্যামেরা
ফোনটি ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ।  ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স + ৫ মেগাপিক্সেল লাইভ ফোকাস লেন্স  রয়েছে।  সেলফি ক্যামেরার জন্য সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা

সিকিউরিটি
 ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ব্যাটারি 

৪৫০০ mAh নন রিমুভেবল ব্যাটারি থাকছে Galaxy A70s - এ।  মিলবে ২৫ w ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

ফোনের দাম
৬ জিবি Ram মডেলটির মূল্য ২৮৯৯৯ টাকা এবং ৮ জিবি Ram মডেলটির মূল্য ৩০৯৯৯ টাকা মাত্র।

বিস্তারিত ভিডিওতে

No comments

Powered by Blogger.