ফাঁস হয়ে গেলো Motorola Moto G8 Plus ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের স্পেসিফিকেশন


লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস হল  Motorola Moto G8 Plus ফোনের স্পেসিফিকেশন। আর সেই স্পেসিফিকেশন যে যথেষ্ট আকর্ষণীয় তা বলাই বাহুল্য। তবে এই স্মার্টফোন ক্রেতাদের মন জয় করতে পারবে কিনা তা নির্ভর করছে ফোনের দাম কত রাখা হবে তার উপর।
বর্তমানে বাজারে বিভিন্ন চীনা সংস্থার ভিড়ে প্রতিযোগিতার নিরিখে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছে Motorola। তবে নিত্যনতুন আকর্ষণী স্মার্টফোন আনতে কোনও খামতি রাখছে না এই সংস্থা।

 Moto G8 Plus  কী কী স্পেসিফিকেশন থাকছে


  ডিসপ্লে

৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা।

 অপারেটিং সিস্টেম

এই ফোনে Android 9.0 পাই থাকছে।

মেমরি

দুটি সংস্করণে লঞ্চ হচ্ছে Moto G8 Plus।  ৪ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Moto G8 Plus।

 চিপসেট

 স্নাপড্রাগণ ৬৬৫ চিপসেট 

 সিপিইউ

Octa-core (4x2.0 GHz Kryo 260 Gold & 4x1.8 GHz Kryo 260 Silver)

রিয়ার ক্যামেরা

Moto G8 Plus-এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। থাকছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। 

সেলফি ক্যামেরা

ঝকঝকে সেলফির জন্য থাকছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

ব্যাটারি 

ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ১৮ w ফাস্ট চার্জ সাপোর্ট।

দাম
১২,৯৯৯ টাকা ৪/৬৪ এবং ১৪,৯৯৯টাকা ৬/১২৮ মধ্যেই দাম রাখা হতে পারে Moto G8 Plus-এর।

ভিডিও লিংক

No comments

Powered by Blogger.