অবশেষে বাজারে আসলো টিকটক স্মার্টফোন
টিকটকের নাম বিশ্বব্যাপী সবাই জানে। ২০১৭ সালে যাত্রা শুরু করা টিকটক এখন অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে। ইতোমধ্যেই যার ইউজার সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। তাই এবার স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা করতে প্রতিষ্ঠানটি তাদের ফোন বাজারে ছেড়েছে।
স্মার্টিসান ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হয়েছে ‘জিয়াঙ্গুয়ো প্রো ৩’ স্মার্টফোন।
যদিও একে প্রত্যাশিত ব্র্যান্ডের নামে ‘টিকটক ফোন’ বলা যাবে না। কিন্তু ধারণা করা হচ্ছে, এতে বাই ডিফল্ট টিকটকের কিছু ফিচার যুক্ত করা হয়েছে।
স্মার্টিসান ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হয়েছে ‘জিয়াঙ্গুয়ো প্রো ৩’ স্মার্টফোন।
যদিও একে প্রত্যাশিত ব্র্যান্ডের নামে ‘টিকটক ফোন’ বলা যাবে না। কিন্তু ধারণা করা হচ্ছে, এতে বাই ডিফল্ট টিকটকের কিছু ফিচার যুক্ত করা হয়েছে।
ফোনটি বর্তমানে শুধু চীনের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। এর বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই স্মার্টফোনে ইউজাররা টিকটকের চীনা ভার্সন ডুয়োইন ইনস্টল করতে পারবেন। যা ফোনটির লক স্ক্রিনেই থাকবে, ফলে সোয়াইপ করে আনলক করেই সরাসরি টিকটক অ্যাপ লঞ্চ করা যাবে। বিশেষ ফিচার হিসেবে ফোনটিতে দীর্ঘ সময়ের ভিডিওতেও স্পেশাল এফেক্ট এবং ফিল্টার ব্যবহার করা যাবে। কিন্তু টিকটকে এই ফিচারটি সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিওতে ব্যবহার করা যায়
Jianguo Pro 3 কী কী স্পেসিফিকেশন থাকছে
ডিসপ্লে
৬.৩৯ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা।
অপারেটিং সিস্টেম
এই ফোনে Android 9.0 পাই থাকছে এবং তাদের নিজিস্ব Smartisan OS 3.0 ।
মেমরি
দুটি সংস্করণে লঞ্চ হচ্ছে Jianguo Pro 3। ৮ জিবি RAM+ ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি RAM+ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Jianguo Pro 3।
চিপসেট
স্নাপড্রাগণ ৮৫৫+ চিপসেট
রিয়ার ক্যামেরা
পিছনে থাকছে চারটি ক্যামেরা।
প্রাইমারি : ৪৮ মেপাপিক্সেল Sony IMX586 sensor এপাচার f/1.75
২য় ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল Samsung S5K3L6 Ultra-Wide Angle sensor
৩য় ক্যামেরা : ৮ মেগাপিক্সেল V8856 Telephoto Lens, 2x Zoom এবং
৪র্থ ক্যামেরা: 5MP 2cm S5K5E9 Super Macro Camera সাথে থাকছে LED ফ্লাস লাইট
Video Recording: 1080p@60 fps
সেলফি ক্যামেরা
ঝকঝকে সেলফির জন্য থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ২.০ এপাচার
ব্যাটারি
ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ১৮ w ফাস্ট চার্জ সাপোর্ট।
দাম
এর বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে
No comments